মেমারিতে করম পুজো

Spread the love

মেমারিতে করম পুজো হলো 

সেখ সামসুদ্দিন,

;অনগ্রসর শ্রেণির আদিবাসী উন্নয়ন কল‍্যাণ দপ্তরের সহযোগিতায় আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, কালচার ও কৃষ্টিকে বাঁচিয়ে রাখতে মেমারি ১ ব্লকের গরুর হাটতলায় করম পুজো আয়োজিত হয়। মগরা আদিবাসী গাঁতে দুলৌড় খেলওয়ার সুশোর গাঁওতা ও করম পুজো কমিটির পরিচালনায় এই পুজোর উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক ও পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, শিক্ষা কর্মাধ‍্যক্ষ আব্দুল হালিম, কৃষি কর্মাধ‍্যক্ষ সনাতন হেমব্রম, মেমারি শহর সভাপতি স্বপন ঘোষাল, মেমারি থানার সাব ইন্সপেক্টর বুদ্ধদেব ঘোষ, গোপগন্তার ১ পঞ্চায়েত সদস‍্য আসপিয়া খাতুন অর্চনা মহুলী সহ আদিবাসী সমাজের মাজি পারগানা, পির পারগানা, পুজো কমিটির সভাপতি বাবলু মান্ডি, সম্পাদক বৈদ‍্যনাথ মুর্মু সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এদিন আদিবাসী রীতিতে অভ‍্যর্থনা, বস্ত্রপ্রদান, সহ উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদীপ প্রজ্জ্বলন করে বিধায়ক সহ অতিথিবর্গ করম পূজার সূচনা করেন। গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে সারা রাত ব‍্যাপী পূজার্চনা করে ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় সমাপ্তি হবে বলে জানান কৃষি কর্মাধ‍্যক্ষ সনাতন হেমব্রম।
  অনগ্রসর শ্রেণির আদিবাসী উন্নয়ন কল‍্যাণ দপ্তরের সহযোগিতায় আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, কালচার ও কৃষ্টিকে বাঁচিয়ে রাখতে জামালপুর ব্লকের ইলসরা উচ্চ বিদ‍্যালয় মাঠে করম পুজো আয়োজিত হয়। ইলসরা গ্রামের আদিবাসী সমাজের পরিচালনায় পুজোর উদ্বোধন করেন ইলসরা গ্রামের পুজারী সুধীর চন্দ্র মূর্মূ সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। আজ বিসর্জনের দিনে উপস্থিত ছিলেন সারা বাংলা আদিবাসী উন্নয়ন সেলের সভাপতি তথা জেলা সহ সভাধিপতি দেবু টুডু, জামালপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ‍্যক্ষ সনাতন হেমব্রম সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে সারা রাত ব‍্যাপী পূজার্চনা করে ১৮ সেপ্টেম্বর বিসর্জন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবল বর্ষণের মধ‍্যে বিডিও, সভাপতি ও বিধায়ক আসতে পারেননি। আজ বিকাল ৪ টে থেকে ৫টার মধ‍্যে বিসর্জনের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে বলে জানান পুজারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *