সাধন মন্ডল,
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের লেলিন সরণিতে বেসরকারি কারখানা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল থেকে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় শ্রমিক এবং বাম কর্মী সমর্থকরা।এদিন একটি বেসরকারি কারখানা বন্ধের প্রতিবাদে দুর্গাপুরের লেলিন সরণিতে বিক্ষোভ শ্রমিক এবং বামেরা ।গত ৩০ মে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয় । এরেই প্রতিবাদে এদিন সকাল থেকে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় শ্রমিক এবং বাম কর্মী সমর্থকরা । কারখানার কর্মী এবং বাম কর্মী সমর্থকদের দাবি, -‘ একের পর এক কারখানা বন্ধ হচ্ছে নজর দিচ্ছে না রাজ্য সরকার’ । বন্ধ কারখানাগুলো অবিলম্বে চালু করতে হবে তা না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি বামেদের । জানা গেছে, এই কারখানায় ২৯০ জন কর্মী ছিলেন । এদের মধ্যে ৪০ জন মত স্থায়ী কর্মী ও বাকিরা ঠিকা কর্মী । ম্যানেজমেন্টের কয়েকজন কর্মীও ছিলেন এই কারখানায় । আন্দোলনরত এক স্থায়ী কর্মী জানান , – ‘কুড়ি বছরের বেশি সময় ধরে আমরা এই কারখানায় যুক্ত । ২০২০ থেকে আমাদেরকে মাসে ১৫ দিন করে কাজ দেওয়া হচ্ছিল তাও আমরা করেছি । ম্যানেজমেন্টের লোকেরা বেতন পাচ্ছিলেন মোটা টাকা । আমরা আজ মেনে নিতে পারছি না ।’দুর্গাপুরের লেলিন সরণিতে বেসরকারি কারখানা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল থেকে তুমুল বিক্ষোভ চলে। এক সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, -‘ নতুন কারখানা তো নেই উলটে বাম সরকারের আমলে তৈরি কারখানা একের পর এক বন্ধ হচ্ছে’ ।