মহামায়া ধামে পুষ্প মেলা উপলক্ষে কবি সম্মেলন।
মহামায়া ধামে পুষ্প মেলা উপলক্ষে কবি সম্মেলন।
সাধন মন্ডল বাঁকুড়া:-দক্ষিণ বাঁকুড়ার রাইপুরের চাঁন্দু ডাঙ্গা গ্রামে মা মহামায়া ধামে প্রথম বর্ষ পুষ্প মেলা উপলক্ষে কবি সম্মেলন। মহামায়া মন্দির কমিটির উদ্যোগে কবি সম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জন কবি অংশগ্রহণ করেছিলেন। এই কবি সম্মেলনের অনুষ্ঠানটি করার জন্য রাইপুরের একমাত্র সাহিত্য পত্রিকা “যোগাযোগ” পরিবারকে দায়িত্ব দিয়েছিলেন মহামায়া মন্দির কমিটির পুষ্প মেলা কমিটি। মেলা কমিটির সম্পাদক বীরেন্দ্রনাথ ঘোষ সাহিত্য পত্রিকার সম্পাদক গৌতম বিশ্বাস কে বরণের মধ্য দিয়ে কবি সম্মেলনের সূচনা হয়। সম্মেলনে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কবি ও সঙ্গীতশিল্পী সোনালী মান্না। এরপর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত কবি বন্ধুরা উপস্থিত হয়েছিলেন তারা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন ও আবৃত্তি করেন । সম্মেলনে উপস্থিত হওয়ার মধ্যে উল্লেখযোগ্য কবিরা হলেন অজিত কুমার সিংহ, রাম মাইতি, নেপাল চন্দ্র সিংহ, বুদ্ধদেব মিশ্র, শেখ মহম্মদ ইউনুস , প্রবীর দাস ,অমিত কুমার জানা ,তন্ময় কুম্ভকার অশোক দে, পূর্ণেন্দু মহাপাত্র,নীলাদ্রি শেখর মন্ডল, সুনীল বরণ কালিন্দী, প্রশান্ত সন্নিগ্রহী, অপূর্ব সন্নিগ্রহী, শ্যামলী বিশ্বাস, শিবশঙ্কর দাস ঠাকুর, উজ্জ্বল সেন,অঞ্জন পাত্র দিলীপ আহির, নেপাল সিংহ, রাম রঞ্জন মন্ডল, অর্ধেন্দু মুখার্জী, প্রিয়ব্রত গোস্বামী প্রমূখ। দক্ষিণ বাঁকুড়ায় জঙ্গলমহল এলাকার কবিদের নিয়ে এই ধরনের কবি সম্মেলনের আয়োজন এই প্রথম। কবি সম্মেলনকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সমগ্র ।অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন জঙ্গলমহল রত্নে ভূষিত বিশিষ্ট কবি শিক্ষক রাধা মাধব মুখার্জি।



Post Comment