স্বাধীনতার ৭৫ বছর কে স্মরণে রেখে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড ও কাশীপুর শ্রী সনাতন ধর্ম বিদ্যালয়ে অনুষ্ঠান

Spread the love

স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণে রেখে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড ও কাশীপুর শ্রী সনাতন ধর্ম বিদ্যালয়ের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান


দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিক ভাবে সরকারি সিদ্ধান্তে আজদি কা অমৃত মহোৎসবের সূচনা করেন। যা বছরব্যাপী উদযাপিত হচ্ছে দেশজুড়ে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই শনিবার সকালে উত্তর কলকাতার মোহিত মঞ্চে কেন্দ্রীয় সরকারের ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ দি ইস্টার্ন রিজিওনাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড কাশীপুর শ্রী সনাতন ধর্ম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

  অংশ নেন ই পি আই এর ডিরেক্টর বিশ্বজিত বিশ্বাস, রামকৃষ্ণ মঠের স্বামী পরেশাত্মানন্দ মহারাজ, জি ও আই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের ডেপুটি ডিরেক্টর নির্মল কুমার দুবে, একই বিভাগের জাতীয় শিক্ষা প্রকল্পের ডেপুটি ডিরেক্টর ড: সুনীল কুমার লোকা এবং কোল ইন্ডিয়া লিমিটেড ও  নরাকাশ ( উপক্রম) কলকাতার আধিকারিক রাজেশ কুমার শা। উপস্থিত বক্তারা প্রত্যেকেই স্বাধীনতা সংগ্রামের যোদ্ধাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাঁদের আন্তরিক শ্রদ্ধা জানান। নবীন প্রজন্মের কাছে জীবনের  মূল্যবোধের নিরিখে দেশ lপ্রেমের গুরুত্বের কথা তুলে ধরেন সংস্থার কর্মীরা।

  এই অনুষ্ঠানে  কেন্দ্রীয় সরকারের হর ঘর তিরঙ্গা অনুষ্ঠানেরঅঙ্গ হিসেবে স্মারক জাতীয় পতাকা,

স্বাধীনতার ৭৫বছর প্রতীক অঙ্কিত টুপি ও ব্যাচ প্রদান করা হয় প্রায় সাড়ে চারশ স্কুল ছাত্রদের। এছাড়াও আয়োজন করা হয়, হিন্দিতে রচনা প্রতিযোগিতা। বিষয়, স্বাধীনতার৭৫ বছর। সেরা কৃতিদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক পুরস্কার ও শংসাপত্র। অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে স্কুল ছাত্রদের সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের প্রশংসা পায়। অনুষ্ঠানের প্রায়োজক ছিলেন এন কে গোঁসাইন।

 দেশের বিকাশে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড নিরলস কাজ করছে ১৯৭০ সাল থেকে। নবান্ন, এস বিআই, এলএইচও, সমৃদ্ধিভবন,

পশ্চিমবঙ্গ পরিবেশ দূষণ পর্ষদ ভবন, শিলিগুড়ির মিনি সেক্রেটারিয়েট , এন কে ডি এ অফিস, নিউ টাউন, ৩৫ টি বহুমুখী সাইক্লোন শিবির ও কোলকাতার জোকা এবং মানিকতলার এস আই সি হাসপাতালসহ বহু প্রকল্পের অগ্রণী প্রযুক্তি নির্মাণে সাফল্যের পরিচয় দিয়েছে। স্বাভাবিকভাবে সংস্থার কর্মীদের দেশের প্রতি দায়বদ্ধতার এক শপথের প্রতীক হিসেবেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *