দুর্গা উৎসবকে সামনে রেখে ভাতারের মোহনপুর গ্রামে বস্ত্র বিতরণ সমাজসেবী নয়ন সামন্তর উদ্যোগে।
আমিরুল ইসলাম,
পূর্ব বর্ধমান জেলার ভাতারের মোহনপুর গ্রামে দীর্ঘ 12 বছর ধরে পুজোর আগে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করে থাকেন মোহনপুর গ্রামের বাসিন্দা নয়ন সামন্ত।
আজ প্রায় ৩০০ জন দুস্থ মানুষকে নতুন বস্ত্র তুলে দেন।
গ্রামের সাধারণ মানুষ রামকৃষ্ণ মেটে জানান নয়ন সামন্তের উদ্যোগে আজ নতুন বস্ত্র দেওয়া হল পুজোর আগে এই বস্ত্র পেয়ে আমরা খুব খুশি আমরা সবাই চায় উনি যেন সবসময় সুস্থ থাকুন।