নিউ গড়িয়াতে প্রয়াত চিত্রশিল্পী ডঃ অর্চনা দাসের চিত্র প্রদর্শনী

Spread the love

নিউ গড়িয়াতে প্রয়াত চিত্রশিল্পী ডঃ অর্চনা দাসের চিত্র প্রদর্শনী

শুভ ঘোষ: বিশিষ্ট চিত্রশিল্পী ও লেখিকা প্রয়াত ডক্টর অর্চনা দাসের (পিএইচ ডি অ্যান্থ্রপোলজি/Anthropology) এর স্মৃতির উদ্দেশ্যে অর্চনা এন্ড বিমান বি দাস ফাউন্ডেশন ফর আর্ট এন্ড কালচার সংস্থার পক্ষ থেকে ৪ঠা নভেম্বর 2022 তার ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে একমাস ব্যাপী আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত তার আঁকা প্রায় 40 টি ছবি নিয়ে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সংস্থার কর্ণধার তার স্বামী প্রাক্তন অধ্যক্ষ গভরমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট কলকাতা, বর্তমানে অল ইন্ডিয়া ফাইন আর্টস এন্ড ক্রাফট ও ভাস্কর ভবন অ্যাডমিনিস্ট্রেশন মেন্টেনেন্স ট্রাস্ট উভয়েরই চেয়ারম্যান প্রফেসর বিমান বিহারী দাস (পদ্মশ্রী) এর বিশেষ উদ্যোগে ও সল্টলেক সৃজন গ্রুপ অফ কন্টেম্পুরারি আর্টিস্টস, কলকাতার সম্পাদক চিত্রশিল্পী সুব্রত ঘোষ ও সহ-সম্পাদক চিত্রশিল্পী রাজিব শুর রায়ের সহযোগিতায়। এছাড়াও এই এক্সিবিশনের বিশেষ আকর্ষণ প্রফেসর বিমান বিহারী দাসের স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে নিজের তৈরি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি যার শুভ উদ্বোধন হবে ৪ঠা নভেম্বর এক্সিবিশনের উদ্বোধনের সাথে ঐদিন আগত বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে নিউ গোড়িয়া কো অপারেটিভ হাউসিং সোসাইটি ব্লক F 17 । মূর্তি নির্মাণে তাঁর সময় লেগেছে ৬মাস। প্রফেসার বিমান বিহারী দাস জানান, তাঁর স্ত্রীর লেখা বিভিন্ন কবিতার বইয়ের মাধ্য অনেক গুলোই সাড়া ফেলেছে ইতিমধ্যে এবং আগামী দিনে তাঁর স্ত্রীর অপ্রকাশিত কিছু লেখা বই পাঠকদের কাছে তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *