সভাধিপতি সাইকেল চালিয়ে জেলা পরিষদে এলেন,সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বিজয়াদশমীর ও দীপাবলীর পর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী সাইকেল চালিয়ে জেলা পরিষদে আসেন বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ। এদিন সরকারি আবাসন সিউড়ি ডাকবাংলো থেকে জনসংযোগ বাড়াতে সিউড়ি শহরের মধ্যে সাইকেলে পরিক্রমা করলেন। সঙ্গে ছিলেন সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল সফি সহ স্থানীয় নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ। শহরে সাইকেল চালানো অবস্থায় পরিচিত ব্যক্তিদের পাশাপাশি অন্যান্য পথ চলতি মানুষদের উদ্দেশ্যে হাত নাড়াতে নাড়াতে জেলা পরিষদ অফিসে আসেন।মধ্যিখানে সিউড়ি চৈতালী মোড়ে এলাকার মানুষজনদের সাথে নিয়ে চা পান করেন ও কুশল বিনিময় করেন। সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, আমি সারাদিন মানুষের পাশে আছি মাঝে মাঝে সাইকেল নিয়ে এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করি এটাই হচ্ছে আমার কাজ। তাছাড়া আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গ্রামের মানুষের কাছে যাওয়া, শহরের মানুষের কাছে যাওয়া, জনসংযোগ বৃদ্ধি করা। তাদের কথা শোনা, সমস্যার সমাধান করা। প্রয়োজনে সাইকেল চালিয়ে, ভ্যান কিম্বা গরুর গাড়িতে ও যাওয়ার কথা বলেছেন। উল্লেখ্য গতকাল ই সভাধিপতির নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগে ছিল দুটি দেহরক্ষী এখন থেকে থাকবে চারটা সশস্ত্র দেহরক্ষী। যদিও সভাধিপতি বলেন আমি সবসময় মানুষের কাছে আছি,আমার শক্তি হচ্ছে জনসাধারণ। দেহরক্ষীর প্রয়োজন নেই, প্রশাসন মনে করেছেন তাই দিয়েছেন। বিজেপির উদ্দেশ্যে বলেন গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জনসাধারণ প্রমাণ করে দিয়েছেন মানুষ তৃনমূল কংগ্রেসের সাথে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তার প্রমাণ দিয়েছেন ভোটের মাধ্যমে।