সঞ্জয় হাল্দার,
পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ,জয়পুর ব্লকের সিধি জামড়া অঞ্চলের কাশিপুর বুথের ভারতীয় জনতা পার্টির এস টি সেলের সভাপতি শালিগ্রাম মুড়ার নেতৃত্বে বিজেপির শতাধিক নেতা এবং সমর্থক তৃনমূল কংগ্রেসে যোগদান করেন । এদিন তৃণমূল কংগ্রেসে যোগদানকারী এই ব্যক্তিদের হাতে দলের পতাকা ধরিয়ে স্বাগত করেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া, তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা কমিটির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, আই এন টি টি ইউ সি র পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার, তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা কমিটির সহ-সভাপতি বিষ্ণুচন্দ্র পাল, জয়পুর ব্লক যুব তৃণমূল সভাপতি অর্জুন মাহাতো, রাজাবাবু আনসারী সহ বিভিন্ন পদাধিকারী।