শ্রী সবুজের উৎসব সম্মেলন তালিতে

Spread the love

লুতুব আলি, বর্ধমান, ২১ নভেম্বর : শ্রী সবুজের উৎসব সম্মেলনে অতিথিদের সবুজ দিয়ে সংবর্ধিত করা হল। বিশ্ব উষ্ণায়ন মাথা ছাড়া দিয়ে ওঠায় সবুজয়ান করতে বর্ধমানের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরলস ভাবে অভিযান চালাচ্ছে। ২০ নভেম্বর বর্ধমানের উপকণ্ঠে তালির গৌড়েশ্বর হাই স্কুলের অনুষ্ঠিত হল উৎসব সম্মেলন ২০২২. আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন শ্রী সবুজের অভিযান। এদিনের অনুষ্ঠানের সকলকে স্বাগত জানান স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি নিখিল কুমার খাঁ, সহ-সভাপতি অসিতকুমার পাঠক, সম্পাদক ড: তুষার কান্তি মুখোপাধ্যায়, সহ-সম্পাদক সুদীপ গোস্বামী, শেখ জামাল উদ্দিন। এই উৎসব সম্মেলনে সবুজয়ান করে প্রকৃতির, প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে বর্ধমানের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের পুরোধাদের গাছ ও মানপত্র দিয়ে সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের একইভাবে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বর্ধমান উইমেন্স কলেজের অধ্যক্ষ ড: বাণীব্রত গোস্বামী, গ্রুপ এ আধিকারিক নিলুফা পারভিন, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ার মোঃ সেলিম, আহ্বায়ক অনির্বাণ রায়, কাজী মোহাম্মদ রায়হান, , কোষাধক্ষ্য অরুনাচল গাঙ্গুলী, সদস্য সুব্রত রায়, তাপস কুমার পাল, রাজকুমার বারিক প্রমুখ। এ দিন বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু বৃক্ষ শিশু রোপন করা হয়। এছাড়াও দুস্থ মহিলাদের নতুন শাড়ি ও পথ শিশুদের বিনামূল্যে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে একটি মনৈজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সম্পাদক সোমনাথ গুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *