‘দি লিজেন্ড অফ বেঙ্গল ২২’ সন্মাননা পেলেন কবি,সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক ডঃ সমীর শীল

Spread the love

‘দি লিজেন্ড অফ বেঙ্গল ২২’ সন্মাননা পেলেন কবি,সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক ডঃ সমীর শীল

সম্প্রীতি মোল্লা, কলকাতা,

গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস।এই উপলক্ষ্যে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কোলকাতা রোটারী সদনে এক বহুমুখী আলোচনা সভায় সমাজের বিভিন্ন স্তরের বিখ্যাত মানুষদের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি জাতীয় স্তরের সন্মাননা দি লিজেন্ড অফ বেঙ্গল ২০২২ স্মারক দিয়ে সন্মান প্রদর্শন করে। এই মঞ্চে প্রখ্যাত সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক এবং ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ডঃ সমীর শীল কে তার মানবাধিকার সম্পর্কিত সামাজিক কার্যক্রম এবং সাহিত্য কীর্তির জন্য ‘দি লিজেন্ড অফ বেঙ্গল ২২’ সম্মানে ভূষিত করা হয়।ডঃ শীল তার সংক্ষিপ্ত ভাষণে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর দীর্ঘ সময় ধরে পথ বাসী ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর, তাদের মুখে আহার্য যোগানোর তথ্য উল্লেখ করেন। এবং একই সঙ্গে না মানুষ দের জন্য অর্থাৎ পোষ্য প্রানী এবং পথ পশুদের অধিকার নিয়ে সরব হন। হিউম্যান রাইটস কমিশন এর পাশাপাশি এনিম্যাল রাইটস কমিশন গঠন এর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এই বিষয়ে পশ্চিম বঙ্গ সরকার পথিকৃৎ এর ভূমিকা পালন করতে পারে।কারন,আজ বাংলা যা ভাবে, আগামী কাল সারা ভারত তাই ভাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের চেয়ারম্যান বুম্বা মুখার্জি সহ এক দল মানবাধিকার কর্মী ও আধিকারিক। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী শোভন দেব চ্যাটার্জী, মেয়র পারিষদ শ্রী দেবাশীষ কুমার,
প্রখ্যাত যাদুকর পি সি সরকার জুনিয়র, অভিনেতা খরাজ মুখার্জি, ভাস্কর ব্যানার্জী, অভিনেত্রী দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র, অ্যাডভোকেট জয়ন্ত নারায়ন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *