দুই বালি পাচারকারী গ্রেফতার ও ট্রাক্টর, জেসিবি আটক

Spread the love

দুই বালি পাচারকারী গ্রেফতার ও ট্রাক্টর, জেসিবি আটক

সেখ রাজু,

মঙ্গলকোটের উপর দিয়ে বয়ে গেছে অজয় নদী । এই নদী থেকে অবৈধ বালি খাদান নিয়ে বিভিন্ন সমস্যা সামনে এসেছে । অবৈধভাবে বালি তোলা হচ্ছে এই অভিযোগ ছিল এলাকার বাসিন্দাদের । এবারে অন্যরূপ চিত্র ধরা পড়ল । স্বয়ং বালি খাদানের মালিক অভিযোগ করলেন কিছু দুষ্কৃতী অজয় নদী থেকে অবৈধভাবে বালি তুলছে । এই বিষয়ে পালিগ্রাম অঞ্চলের মাঝিখাড়া ঘাট মালিক গোপাল সাহা মঙ্গলকোট থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন । অভিযোগের ভিত্তিতে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে হানা দিলে দুই বালি পাচারকারী দুষ্কৃতীকে গ্রেফতারের পাশাপাশি একটি ট্রাক্টর ও দুটি জেসিবি আটক করলো মঙ্গলকোট থানার পুলিশ । ধৃতদের নাম নুর আলম খান বাড়ি গানরা এবং রিপন মমিন বাড়ি কিস্তিগির । ধৃতদের বিচার বিভাগের জন্য কাটোয়া আদালতে পাঠায় মঙ্গলকোট থানার পুলিশ । মঙ্গলকোট থানায় আইসি পিন্টু মুখার্জি জানান, মঙ্গলকোট থেকে অসামাজিক কাজ রুখতে এবং মঙ্গলকোট এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর পুলিশ প্রশাসন । আগামী দিনেও এই ধরনের অভিযান চলতে থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *