বাংলার বাড়ি প্রকল্পের চেক প্রদান, মঙ্গলকোট ব্লক অফিসে,

বাংলার বাড়ি প্রকল্পের চেক প্রদান, মঙ্গলকোট ব্লক অফিসে,


উপস্থিত বিধায়ক ও বিডিও।
মঙ্গলকোট ব্লকে 3276 জনকে তুলে দেওয়া হলো প্রকল্পের চেক।

রাজ্য সরকারের উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে প্রায় কুড়ি লক্ষ মানুষকে দেওয়া হচ্ছে পাকা বাড়ি।
মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে প্রতিটি উপভোক্তাকে।
প্রথম কিস্তির ষাট হাজার টাকা চেক প্রদান হলো আজ মঙ্গলকোট ব্লক অফিসে।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ৩২ লক্ষ্য পরিবারকে দেয়া হবে এই বাড়ি জানিয়েছে রাজ্য সরকার।

পাশাপাশি সাতটি পরিবারকে তুলে দেওয়া হলো সরকারের পাট্টা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী,
মঙ্গলকোটের বিডিও অনামিত্র সোম, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী,
সহ-সভাপতি শ্যামল সাহা,
সহ অন্যান্য কর্মধক্ষরা।

মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Post Comment

You May Have Missed