সুবল সাহা,
দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুর মহোদয়ের ১৩২ তম শুভ জন্মতিথি এবং ১০২ তম সিদ্ধো উৎসব উপলক্ষে ধর্ম সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দোপাধ্যায় ও তার সহধর্মিনী, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তপন মুখোপাধ্যায় ‘ বিধায়ক তাপস চ্যাটার্জি ,প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ,কামারহাটি পৌরসভার পৌর প্রধান শ্রী গোপাল সাহা,ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট অলোক রাজোরিয়া ও অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷আজ ৫০০০ শাড়ি ও ৩০০০ কম্বল ও প্রসাদ গরিব মানুষের মধ্যে বন্টন করা হয় ৷ সাত দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামীকাল অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হবে ৷এই উপলক্ষে বহু ভক্তেরা মায়ের প্রসাদ গ্রহণ করেন ৷ এছাড়া একটি এক হাজার সজ্জা বিশিষ্ট আবাসিক ভবন ও অ্যাম্বুলেন্স এর উদ্বোধন হয় ৷ এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই৷