শুভদীপ ঋজু মন্ডল,
পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ এর উদ্যোগে রাজ্যের ১৫ টি জেলার ১০২টি আদিবাসী অধ্যুষিত ব্লকে ২৮ থেকে ৩০ শে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে মাদলের ছন্দে মেতে উঠুন আনন্দে , “জয় জোহার” মেলা। সারেঙ্গা ব্লকে অনুষ্ঠানের সূচনার আগে বীর শহীদ সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ,সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা লোহার সহ-সভাপতি শেখর রাউত, বিশিষ্ট সমাজসেবী ধীরেন্দ্রনাথ ঘোষ, সুব্রত মিশ্র প্রমূখ প্রমূখ এরপর কমিউনিটি হলে প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সহ অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সূচনা করে বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন পশ্চিমবঙ্গ সরকার নানান সেবামূলক প্রকল্প চালু করেছেন তার এই একটি জয় জোহার। এই প্রকল্পে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। মঞ্চে কয়েকজন কৃষকের হাতে মানপত্র, হরি মাহাতো নামে এক বিশেষ চাহিদা সম্পন্ন মহিলার হাতে হুইলচেয়ার তুলে দিলেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্ম ু সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠ সংলগ্ন কমিউনিটি হলে। তিনদিনের এই উৎসবে আজ লাগড়ে ও সাড়পা নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম,বন ও ভূমি কমাধক্ষ্য শ্যামল টুডু, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন মণ্ডল,সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য প্রমুখ।