কে বলে বইয়ের পাঠক সংখ্যা কমে গেছে, বই বিক্রি কমে গেছে!এবারের ৪৬তম আন্তর্জাতিক বইমেলায় জনতার ভিড় ও বই কেনার হিড়িক দেখে বোঝা গেল এখনো বইপোকা যথেষ্ট।এবারের বইমেলায় আন্তৰ্জাতিক খ্যাতি সম্পন্ন লেখিকা পদ্মিনী দত্ত শর্মার সাথে জনপ্রিয় প্রকাশনী সংস্থা রুপা পাবলিকেশনস-এ দেখা ও কথোপকথন পর্বে জানা গেল লেখিকার সম্প্রতিক প্রকাশিত বই ‘লাভ বাই এ থাউজ্যান্ড কাটস’-এর যতগুলো বই রুপা পাবলিকেশনস-এ ছিল ইতিমধ্যে সব সোল্ড আউট।স্বাভাবিক ভাবেই লেখিকা অত্যন্ত খুশি।এখনও পর্যন্ত ১৩টি বই লিখেছেন লেখিকা।যার মধ্যে ৭টি বেস্ট সেলার।লেখিকার বিষয় প্রেম ও সম্পর্ক।লেখিকার প্রতিটি চরিত্র উঠে এসেছে দৈনন্দিন জীবন থেকে।এবারের বইমেলায় লেখিকার আরেকটি বই ‘গ্লাস স্পিন্টার্স’ ও খুবই জনপ্রিয়তা পেয়েছে।
লেখিকা জানালেন,”অনেককে বলতে শুনি কলকাতার মানুষজন নাকি ইংরেজি বই খুব একটা পড়েন না।কিন্তু আমার তো সেটা মনেই হয় না।তাহলে বইমেলার প্রথম দিনেই আমার ‘লাভ বাই এ থাউজ্যান্ড কাটস’ এর সবগুলো বই বিক্রি হয়ে যেতো না।আমার পাঠকদের কৃতজ্ঞতা জানাই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি বইমেলাটা এতো সুন্দরভাবে আয়োজন করেছেন।যাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বইমেলা আন্তর্জাতিক পর্যায়ে গেছে।লেখিকার ‘লাভ বাই এ থাউজ্যান্ড কাটস’ বইটি এই মুহূর্তে না পাওয়া গেলেও ‘গ্লাস স্পিন্টার্স’ ও আরেকটি বই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ৪১৮ নম্বর স্টলে রুপা পাবলিকেশনসে পাওয়া যাচ্ছে।সামনেই যেহেতু প্রেম দিবস আর লেখিকার লেখার বিষয় যখন প্রেম ও সম্পর্ক তখন তো একবার ঢুঁ মেরে রূপা পাবলিকেশনস এ ঢুকতেই হয়।