কবির ফাউন্টেন পেন
পূজা বোস
নীরা আজও স্বপ্নে আসা কবিকে ভালবাসে
জীবন্ত গাছের মৃত্যু হয় শুধু এক ফোঁটা জলের অভাবে।
প্রেমিকের শিরদাঁড়া নুয়ে যায় ভীরুতার ভারে
সন্ধ্যের মেঘে ডুব দেয় প্রেম যখন পাখিরা ঘরে ফেরে
পোড়া সলতের শেষ কালি লেগে থাকে প্রদীপের বুকে ।
যে মেয়ে নদী হতে পারেনি শুধু ভালবেসে
অহর্নিশ পুড়ছে বালি চরে
সে ও ঝর্ণা ছিল লালসার বুকে
তার ঠোঁটে ও বৃষ্টির জল মেঘের আদরে
সেই মেয়েটি কবে যে হারিয়ে গেল !
বুকের ভেতর একটা পৃথিবী নিঃশব্দে বয় ভার
যুগ যায় দিন যায় ফাউন্টেন পেনের আঁচড় আঁকে শব্দ ।
জোনাকির সব আলো ভরিয়ে দেয় কবিতার খাতা
স্বপ্নে অরুন্ধতীর লাবণ্য কবির মুখে
জড়িয়ে ধরে কবি আকন্ঠ বুঁদ হয়ে যায় প্রেমে
শুধু সেই মেয়েটি ফুরিয়ে গেল এক বুক ব্যথা নিয়ে
সে নদী হতে পারেনি শুধু ভালবেসে ।