তুমি রবে নীরবে

Spread the love

তুমি রবে নীরবে

স্বপ্না ব্যানার্জ্জী (তিয়াসা)

তুমি আর ফিরবে না জেনেও আমি গিয়েছিলাম পলাশের বনে

দু হাতে লাল গুলাবি রঙ মেখেছিলাম নিজেই নিজের মুখে

সবার অলক্ষে নিজেকে শান্ত করবো বলে গেয়ে উঠছিলাম তোমার সেই গানটা।

তুমি রবে নীরবে হৃদয়ে মম,
তোমার গান নিঃশব্দে ভেসে আসে সারা শহর থেকে গ্রামে,

শ্রাবণে ভরা বর্ষায় তোমার দেহ খানিকে করলে বিদায় শান্ত পৃথিবীর নরম বুকে,

আকাশের ছায়া ছায়া হৃদয়ে দোলা লাগে বাতাসে,তোমার কবিতায় কথামালায় গানে গানে,

রোজ নামচায় রাখা দাঁড়ি কমা গুলো ও তোমাকে আমার মতোই পেতে চায়,

উঠোনের ঝরা শিউলি থেকে আকাশের পেঁজা মেঘ সবাই আজ বলতে থাকে…যখন পরবে না মোর পায়ের চিহ্ন এই বাটে…..

আমি তখন বাতায়নে বসে লেবু ফুলের গন্ধ নিতে নিতে পুরানো জানলা দিয়ে দেখি… এই তো সেই তুমি আসছো এগিয়ে,আমার পানে

অপূর্ব এক স্বপ্ন চেনালো আমাকে তোমার অবয়র,
যার সুরে বিকেল… রঙ মাখে সোনালী আভায়,

শেষ বিকেলের রোদে রঙ মাখা আলোতে আবহ সঙ্গীত সুরে গাছের পাতা গুলো আলতো ভাবে দুলতে থাকে।

আংরাভাষা জানা নদী টিও ইচ্ছে করে বইতে থাকে দিকশুন্য ভাবে।
তোমার নিরুদ্দেশে মিশে যায় তাদের ও ঠিকানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *