বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বিধায়ক ও সভাপতি
সেখ সামসুদ্দিন, ৪ এপ্রিলঃ জামালপুরের সেলিমাবাদ হাই স্কুলে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ ও ৫ এপ্রিল দুদিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪ এপ্রিল সকালে প্রভাত ফেরির মাধ্যমে ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করা হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি ভুতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার অফিসার ইন চার্জ ইনস্পেকটর রাকেশ সিং, জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর ১ পঞ্চায়েত প্রধান ডলি নন্দী, উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোলানাথ কর্মকার ও প্রতিষ্ঠাতা সদস্য অলিউল্লা খান, প্রাক্তন প্রধানশিক্ষক শক্তিপদ সাঁতরা সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে হয়। বক্তব্য রাখতে গিয়ে সকল অতিথিবৃন্দ স্কুলের ভূয়সী প্রশংসা করেন। রাতের দিকে থাকবে সংস্কৃতিক অনুষ্ঠান।