প্রেসক্লাবে কৃষাণ বিকাশ ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠক

Spread the love

প্রেসক্লাবে কৃষাণ বিকাশ ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠক

বাবলু প্রামানিক,দক্ষিন২৪পরগনা

জানানো হয় ‘হোম টিচার যোজনা’ এর আওতায় পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার , উড়িষ্যা, দূর্গাপুরের বিভিন্ন শহর ও শহরতলির দুঃস্থ পরিবারের বাচ্চাদের শিক্ষার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে এই যোজনা গ্রহণ করা হয় ৷হোম টিচার যোজনায় প্রায় ১০ হাজার শিক্ষক- শিক্ষিকা নিয়োগের কথা বলা হয় ৷ উক্ত যোজনায় নিয়োগিত টিচাররা প্রতি মাসে ২৫০০ টাকা ভাতা পাবে ৷ যে সব বাচ্চারা এই যোজনায় অন্তর্ভূত হয়ে শিক্ষালাভে আসবে তারা প্রতি মাসে টিফিন বাবদ ১০০ টাকা করে পাবে এবং অসুস্থতার কারনে ১০০০ টাকা পাবে ৷ এছাড়াও বিউটিশিয়ান কোর্স, টেলারিং, নার্সিং এর প্রাথমিক কোর্স মহিলাদের আত্মনির্ভর করতে এই ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে শেখানো হবে ৷শিশু শিক্ষার প্রসারে ও মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে ট্রাস্টের এই প্রয়াস৷ বৈঠকে উপস্থিত ছিলেন দীপক মাহাতো ( প্রেজেক্ট কোয়াডিনেটর ), পারভেস আলি মোল্লা, কার্তিক সামন্ত, অর্পিতা সামন্ত, নিতাই ঘোষ , চন্ডী ঘোষ সহ অন্যান্যরা ৷ (কিষাণ বিকাশ ট্রাস্টের প্রধান অফিস ঝাড়খন্ডে ও west Bengal গোড়িয়ায়, সাউথ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *