সিউড়িতে ফিরহাদ হাকিমের জনসভা সফল করার লক্ষ্যে চন্দ্রপুরে তৃণমূলের প্রস্তুতি সভা
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আজ ১৪ ই এপ্রিল সিউড়ি বেণীমাধব স্কুল মাঠে অমিত শাহর জনসভা অনুষ্ঠিত হয়।সেই সভার পাল্টা সভা হিসেবে আগামী ১৬ই এপ্রিল সিউড়ি ইরিগেশন কলোনী মাঠে তৃণমূল কংগ্রেসের তরফে ফিরহাদ হাকিমের একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভাকে সফল করার লক্ষ্যে রাজনগর ব্লকের চন্দ্রপুরে তৃণমূলের পক্ষ থেকে আজ শুক্রবার একটি প্রস্তুতি সভা আয়োজিত হয়। এলাকার তৃণমূল নেতৃত্বদের নিয়ে আজ এই প্রস্তুতি সভা আয়োজিত হয়। ১৬ই এপ্রিলের জনসভাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আজ আলোচনা করা হয় এই সভায় ,বলে তৃণমূল সুত্রে জানা গেছে। এদিন তৃনমূল কংগ্রেসের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, ব্লক চেয়ারম্যান সৌমিত্র সিংহ, ব্লক সহ-সভাপতি রানা প্রতাপ রায়, ব্লক সাধারণ সম্পাদক মোঃ শরীফ সহ ব্লক ও অঞ্চল স্তরের তৃণমূল নেতৃত্ব।উল্লেখ্য জেলা তৃনমূল সভাপতি অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় জেলবন্দী। অনুব্রতহীন জেলায় বিজেপি সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছেন। প্রখর রৌদ্রের তাপপ্রবাহ উপেক্ষা করেই আজ সিউড়িতে অমিত শাহের জনসভায় সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। সেই সভার পাল্টা সভা হিসেবে তৃনমূল সিউড়িতে ফিরহাদ হাকিমের সভার আয়োজন করতে জেলা ব্যাপী প্রচার কর্মসূচি শুরু করে দেন। বিশেষ উল্লেখ দিন কয়েক পূর্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুরারই এলাকায় জনসভা করেন। পাল্টা হিসেবে তৃনমূল ও ঐ এলাকায় সাংসদ শতাব্দী রায় অন্যান্য সাংসদ ও বিধায়কদের উপস্থিতিতে জনসভা করেন।