বোখারী বাবা মাজার শরীফ ট্রাস্টের উদ্যাগে বস্ত্র বিতরণ
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দীর্ঘ একমাস কেয়াম সাধনার পর অনুষ্ঠিত হবে খুশির ঈদ। ঈদ কে ঘিরে সেদিন ঈদের নামাজের পর সালাম কোলাকুলি শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করানোর পর্ব অনুষ্ঠিত হয় মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে। ঈদ মূলত খুশির উৎসব। নতুন জামাকাপড় পরিধান করে ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেওয়ার প্রচলন ছোট বড় সকল পুরুষদের মধ্যে।এই মাসে ফিতরা জাকাত সহ বিভিন্ন ধরনের দান করার ও প্রচলন অব্যাহত। ব্যক্তিগত, ক্লাব, ট্রাস্ট ইত্যাদি সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে অভাবগ্রস্ত ব্যক্তিদের সাহায্যার্থে এগিয়ে আসেন। অনুরূপ বৃহস্পতিবার রাজনগর ব্লকের গাইসাড়া শরীফে বোখারী বাবা মাজার শরীফ ট্রাস্টের উদ্যাগে আসন্ন ঈদ উপলক্ষে এলাকার দুস্থ ব্যক্তিদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বোখারী বাবা মাজার শরীফ ট্রাস্টের কর্ণধার তথা খানকাহ এ বোখারীয়া গাইসাড়া শরীফের গদ্দীনসীন পীরে তরিকত হজরত সৈয়দ মহম্মদ সাইফুল হোসেন বোখারী। তিনি একান্ত সাক্ষাৎকারে বলেন ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সময় অনুযায়ী শীতবস্ত্র বিতরণ, রক্তদান শিবির করা হয়েছে। আজকে ঈদ উপলক্ষে লুঙ্গি গেঞ্জি শাড়ি ইত্যাদি নতুন বস্ত্র বিতরণ করা দুস্থ ব্যক্তিদের মধ্যে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য দরজা খোলা আছে। আগামী দূর্গাপূজার সময় ও বস্ত্র বিতরণের পরিকল্পনা আছে ট্রাস্টের।