কাশেমনগরে ঈদের সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the love

পারিজাত মোল্লা,

মঙ্গলকোটের কাশেমনগরে পবিত্র ঈদ উল ফেতর উপলক্ষে এক ইসলামিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। গ্রামের কচি কাচা অনুষ্ঠানে যোগ দেয়। গ্রামের মৌলানা ও এতেকাফে অংশ গ্রহণ কারীদের সম্মানিত করা হয়।ঈদ কমিটি পক্ষ থেকে সামিম জাহেদি জানান -‘ঈদ এর মাধ্যমে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি’। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌঃ গফ্ফুর সাহেব,হাফেজ সাজিদুল সাহেব, মৌঃ মিয়াজুল সাহেব,মৌঃ রিজায়ুল ও মৌঃ নাজিবুল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *