রাজ্যে ১৬ তম স্থানকারী ছাত্রীকে সম্বর্ধনা মামুন ন্যাশনাল স্কুলের
সেখ সামসুদ্দিন, ২০ মেঃ গতকাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়। মেমারি মামুন ন্যাশনাল স্কুলের ছাত্রী ইউনিট পানাগড় শ্যামসুন্দরপুর মামুন ন্যাশনাল গার্লস স্কুল থেকে বিদ্যালয়ের প্রথম স্থানাধিকারী সুহানা মোল্লার প্রাপ্ত নম্বর ৬৭৭। মেধা তালিকায় রাজ্যে ১৬তম স্থান অর্জন করে। আজ মামুন ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সুহানা মোল্লার বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানানো হয়। মামুন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজী মোহাম্মদ ইয়াসিন সহ বিদ্যালয়ের শিক্ষকগণ ও মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসার কোষাধক্ষ্য সেখ সবুর উদ্দিন উপস্থিত ছিলেন। সুহানা বর্তমানে আলামীন মিশন স্কুলে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করে দিয়েছে। ভবিষ্যতে লক্ষ্য আইআইটি পড়ে ইঞ্জিনিয়ার হওয়া। মামুন স্কুলের সম্পাদক ইয়াসিন সাহেব বলেন, ‘ছাত্রী তার কাছে কন্যাসম, যে কোনো সহায়তা লাগলে দিতে প্রস্তুত।’