সাধন মন্ডল
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিবেক সরেন সাঁওতালি মাধ্যমে রাজ্যের প্রথম স্থান অধিকার করেছে বিবেক রাইপুর ব্লকের পন্ডিত রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয়ের ছাত্র অত্যন্ত গরিব পরিবারের জন্ম। শিশু বয়সেই সে তার বাবাকে হারিয়েছে পঞ্চম শ্রেণী থেকে সে এই বিদ্যালয়ের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেছে। আগামী দিনে সে ইংরেজি নিয়ে পড়াশোনা করে অধ্যাপনা করতে চায়। তার পড়াশোনার পিছনে ও এত ভালো ফল করার পিছনে যাদের অবদান রয়েছেন তারা হলেন তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জী। তাছাড়া তার মায়ের অবদান অনস্বীকার্য অভাবী পরিবারের ছাত্র বিবেক সরেন উচ্চশিক্ষায় সরকারি সাহায্য না পেলে পড়াশোনা থমকে যাবে তাই সকলের সহযোগিতা কামনা করেছেন বিবেক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জী বলেন আমাদের বিদ্যালয় এ নিয়ে চতুর্থবার উচ্চমাধ্যমিকে সাঁওতালি বিভাগে প্রথম স্থান অধিকার করল। আমরা গর্বিত বিবেকের এই সাফল্য ের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা , ছাত্র-ছাত্রী,ছাত্রাবাস কর্মীরা খুশি। খুশির হাওয়া বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে।