এবারের উচ্চমাধ্যমিকে জঙ্গলমহলের জয়জয়কার
সাধন মন্ডল, জঙ্গল মহল বাঁকুড়া:– ২০২৩এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা প্রকাশিত হলো আজ বুধবার। মেধা তালিকায় সাঁওতালি বিভাগে রাজ্যে যে তিনজন প্রথম স্থান অধিকার করেছে তার মধ্যে একজন হল রাইপুর ব্লকের পন্ডিত রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয়ের ছাত্র বিবেক সরেন। অন্যদিকে এই ব্লকেরই মটগোদা উচ্চ বিদ্যালয় এর ছাত্রী সুপর্ণা মাহাতো ৪৯১ নাম্বার পেয়ে মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছে। সুপর্ণা ও বিবেক দুজনে ই অত্যন্ত দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রী ।দিন আনা দিন খাওয়া সংসার থেকে উঠে এসেছে তারা। বিবেক পন্ডিত রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয়ের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেছে। অন্যদিকে সুপর্ণা নিজের চেষ্টায় এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে এই সাফল্য অর্জন করেছে। এখানে উল্লেখ্য সুপর্ণা পারিবারিক অবস্থা খুব খারাপ হওয়ায় সে তার মামা বাড়িতে থেকে পড়াশোনা করে। মা বাবার সাথে সাথে তার মামাবাড়ির লোকজন তার পড়াশোনার খরচ এতদিন পর্যন্ত বহন করে এসেছেন। সুপর্ণার বাবা হোটেলে রান্নার কাজ করে তার পড়াশোনা খরচ যতটা সম্ভব পেরেছেন ততটা জুগিয়েছেন। বাকিটা তার মামাবাড়ির দিক থেকে। সুপর্ণা আগামী দিনে ইংরেজি বিষয়ে পড়াশোনা করে অধ্যাপনা করতে চায়। সে বলে আমার স্বপ্ন পূরণ করতে আমার পরিবারের লোক সক্ষম নয় তাই যদি সরকারি ভাবে সাহায্য পাই বা কোন সংস্থা বা কোনব্যক্তি যদি আমার পড়াশোনার পাশে না দাঁড়ান তাহলে আমার উচ্চশিক্ষা স্বপ্নই থেকে যাবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ মাইতি বলেন অত্যন্ত গরিব বাড়ির মেয়ে সুপর্ণা কিন্তু মেধাবী ।সে আমাদের বিদ্যালয়কে মেধাতালিকায় স্থান করে দিয়েছে তার জন্য তাকে অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই। বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জন মাইতি তার মামা বাড়ি অর্থাৎ কালাসোলে গিয়ে সুপর্ণাকে মিষ্টিমুখ করিয়েছেন ও আশীর্বাদ জানিয়ে এসেছেন তার এই সাফল্যে গর্বিত জঙ্গলমহলের মটগোদা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকা বৃন্দ। গর্বিত রাইপুর ব্লক প্রশাসন অন্যদিকে সিমলাপাল ব্লকের সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ের অদিতি মহান্তি ৪৯১ নাম্বার পেয়ে ষষ্ঠ ও অর্ণব পতি ৪৯০ নাম্বার পেয়ে সপ্তম স্থান অধিকার করেছেএবং তালডাংরা ব্লকের হাড়মাসড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র শেখ আব্দুল রেজ্জাক ৪৮৭ নাম্বার পেয়ে মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে।আমাদের khabar india online.com এর পক্ষ থেকে তাদের সার্বিক সাফল্য কামনা করি।