ফের বীরভূমে বোমা উদ্ধার,কাঁকরতলা থানা এলাকায়
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বীরভূম যে বোমা বারুদের স্তূপে দাড়িয়ে বিরোধী দলের বক্তব্য ফের একবার উচ্চস্বরে ধ্বনিত হবে।উল্লেখ্য বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষ থেকে জেলার সমস্ত থানায় ডেপুটেশন প্রদান করা হয় মাসাধিক কাল জুড়ে।সেখানে অন্যান্য দাবির পাশাপাশি পুলিশকে বোমা উদ্ধারের জন্য ও দাবি তোলেন।বিজেপির পক্ষ থেকে একই দাবিতে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে।সেই দাবীর সপ্তাহ পার হতে না হতেই বোমা উদ্ধার ঘিরে কাঁকরতলা থানা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।উল্লেখ গত সোমবার দুবরাজপুর থানার ঘোড়াপাড়া গ্রামে বোমা বিস্ফোরণের জেরে বাড়ীর একাংশ ভেঙে পড়ে।সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের বোমা উদ্ধার।কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে ইসিএলের একটি পরিত্যক্ত বাড়িতে প্রায় ১৫ টি তাজা বোমা উদ্ধার করল কাঁকরতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাত্রে অভিযান চালিয়ে কাঁকরতলা থানার অন্তর্গত সাহাপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি থলি ভর্তি প্রায় ১৫ টি তাজা বামা উদ্ধার হয়। ঘটনাস্থলের চারদিকে ঘিরে রেখেছে স্থানীয় থানার পুলিশ। ইতিমধ্যেই বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে বোমা গুলি উদ্ধার ও নিষ্ক্রিয়করণের জন্য।বোমা উদ্ধার ঘিরে পুলিশ মহলে চলছে জোর জল্পনা। কি কারনে পরিত্যক্ত বাড়িতে বোমা মজুদ করা হয়েছিল, এবং বোমা মজুদের সাথে কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তা তদন্ত শুরু করেছে কাঁকরতলা থানার পুলিশ।