ভাতারের বিভিন্ন গ্রামে বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহত ১৭, সকলেই চিকিৎসাধীন ভাতার ব্লক হসপিটালে।
আমিরুল ইসলাম,
পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামশোর গ্রামে ৯ পরিযায়ী শ্রমিক কাজে যাচ্ছিলেন চেন্নাই।
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় তারা আহত হন।
আহতদের নাম শেখ সবুজ শেখ, পটু শেখ, শুকুর শেখ, নাসিরুল সেখ, হাবিবুল শেখ, সেলিম শেখ, আরিফ শেখ, রহিম শেখ ও রাসিলা বিবি। ওই মহিলা রান্নার কাজে যাচ্ছিলেন।
তারা কোনরকম প্রাণে বেঁচে গাড়ি ভাড়া করে বামশোর গ্রামে আসেন।
ভাতারের কালুতাক গ্রামের চার পরিযায়ি শ্রমিক যাচ্ছিলেন রাজমিস্ত্রির কাজে চেন্নাই ।বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় তারা আহত। কোনরকম প্রাণে বেঁচে ফিরলেন বাড়ি। তাদের অবস্থা খারাপ হয়। তাদেরকে ভাতার ব্লক হসপিটালে আনা হলো। আহতদের নাম শরাফত শেখ, জাহাঙ্গীর শেখ, শেখ সৈয়দ, শেখ মনিরুল,
গোটা গ্রামে কান্নার রোল।
অপরদিকে বলগোনা ও ভাটাকুল গ্রামে দুজন দুজন করে মোট চারজন আহত হয়েছেন।
সব মিলিয়ে এই ঘটনায় ভাতারের বিভিন্ন গ্রামের শোকের ছায়া ।