বর্ষামঙ্গল অনুষ্ঠান পালিত হয় বৃক্ষ শিশু উপহার শিয়ালদহে
বাপন দাঁ,
:: রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বর্ষা আহবান ও অভিবাদন জানতে ‘বর্ষামঙ্গল’ ও বৃক্ষ শিশু উপহার অনুষ্ঠান পালিত হয়। শিয়ালদহ কৃষ্ণ পদ মেমোরিয়াল হলে। অনুষ্ঠানের আয়োজন করে বর্ষা মঙ্গল সাহিত্য পত্রিকা।উদ্বোধন করেন বিশিষ্ট প্রবীন কবি সাহিত্যিক কমল কৃষ্ণ দে সিকদার প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কবি বরুন চক্রবর্তী চেয়ারম্যান ধ্রুবব্রত দত্ত। উপস্থিত কবি সাহিত্যিক সাংবাদিকগণ তাদের বর্ষা সম্পর্কে সেরা অভিজ্ঞতা বর্ণনা করেন। অনেকে বর্ষা নিয়ে কবিতা বলেন। বর্ষা নিয়ে কবিতা প্রতিযোগিতা হয়।স্থান অধিকারী দের ‘বর্ষা সুন্দরী ‘সমমান দেওয়া হয়। এছাড়া তার বিভিন্ন বৃক্ষ শিশু উপহার দেওয়া হয়।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক সাংবাদিক গন অংশগ্রহণ করেন। আসেন বাংলাদেশ থেকে কয়েক জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন শিবশঙ্কর বক্সী ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় ,ড:সীমা রায় রঞ্জনা কর্মকার নৃপেন চক্রবর্তী সহ দুই শতাধিক নবীন ও প্রবীন সাংবাদিক কবি সাহিত্যিক সাংবাদিকগণ। বর্ষা মঙ্গল সাহিত্য পত্রিকার সম্পাদক সমাজ ও পরিবেশ কর্মী স্বাগত ধন্যবাদ জানিয়ে বলেন বর্ষা ও গাছ কে ভালো বাসুন। পরিবেশ সুন্দর রাখুন।যা সবাই জানি। কিন্তু করি না অনেকে। নিজের পেশা রেখে পরিবেশ করার দায়িত্ব নিতে হবে আমাদের সবাই কে। সঞ্চালনা করেন মধুমিতা দূত। সভাপতিত্ব করেন সেখ মনির উদ্দিন