মনিপুর, আসাম নিয়ে বিক্ষোভের ডাক সংখ্যালঘু যুব ফেডারেশনের

Spread the love

মনিপুর, আসাম নিয়ে বিক্ষোভের ডাক সংখ্যালঘু যুব ফেডারেশনের

মনিপুর আসাম মধ্যপ্রদেশ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘু ও নিম্ন বর্ণের মানুষের উপরে জুলুম অত্যাচারের প্রতিবাদে কাল ২২ জুলাই শনিবার বিকাল ৪ টায় ধর্মতলার টিপু সুলতান মসজিদের পাশে সংখ্যালঘু যুব ফেডারেশন এক বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে। সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান জানান মনিপুরে রাজ্য সরকারের মদদে কুকি গোষ্ঠীর উপরে অত্যাচার চলছে। প্রশাসনের নীরবতায় সেই অত্যাচার বেড়ে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো হয়েছে যে লজ্জাজনক পরিস্থিতির নিন্দা ভাষায় করা যায় না। এদিকে আসামে বন্যা দুর্গত ভূমিহীন মুসলিমদের উপরে বনদপ্তরের কর্মীরা গুলি চালিয়ে দুজন মহিলাকে হত্যা করেছে একাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মধ্যপ্রদেশেও টার্গেট সেই সংখ্যালঘু মুসলিমরা। রাজ্যের বিজেপি সরকার বুলডোজার দিয়ে ভেঙে দেয় অসহায় মুসলিমদের বাড়ি।

এরই প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি। কামরুজ্জামান দলমত নির্বিশেষে সকলকে এই বিক্ষোভে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন।

ছবি – ফাইল চিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *