স্বনির্ভরতার লক্ষ্যে মুরগির বাচ্চা বিলি সারেঙ্গায় :–
—–শুভদীপ ঋজু মন্ডল ,জঙ্গলমহল, বাঁকুড়া:- সারেঙ্গা ব্লক প্রশাসন ও ব্লক প্রাণী স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সারেঙ্গা বিডিও অফিস প্রাঙ্গনে ৬৩০ জন উপভোক্তার হাতে দশটি করে মুরগি বাচ্চা তুলে দেওয়া হল তাদের আর্থিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে। উপস্থিত ছিলেন সারেঙ্গা বিডিও ফাহিম আলম ,পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা লোহার সহ-সভাপতি শেখর রাউ ত সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ বিপাশা মাহাতো সহ সারেঙ্গা ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও কর্মীবৃন্দ । এই প্রসঙ্গে সারেঙ্গা ভিডিও ফাহিম আলম বলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এই মুরগির বাচ্চা বিলি করা হচ্ছে সারা বছর ধরেই এলাকার মানুষের উন্নয়নে লক্ষ্যে কখনো মুরগির বাচ্চা কখনো হাঁস বাচ্চা কখনো ছাগল ইত্যাদি দেওয়া হয়, স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েদের বা পিছিয়ে পড়া মানুষজনদের তাদের আর্থিক উন্নয়ন ঘটানোর জন্য।