মহরম নিয়ে শান্তি সভা গলসীতে

Spread the love

মহরম নিয়ে শান্তি সভা গলসীতে

সেখ নিজাম আলম

আসন্ন মহরম উপলক্ষে পূর্ব বর্ধমানের গলসি ২ ব্লকের বিডিও দপ্তরে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো। গলসি থানা, গলসি ১ এবং গলসি ২ ব্লক প্রশাসনের উদ্যোগে এই সমন্বয় সভা। এই সভায় যোগদান করেন দুটি ব্লকের ৩৯ টি মহরম কমিটির কর্ণধারগণ। যে কোন উৎসবে সকলের অভিযোগ শুনে তার প্রতিকার করার লক্ষ্যে এই সমন্বয় সভা। গলসি থানার ওসি দীপঙ্কর সরকার ও গলসি ২ বিডিও সঞ্জীব সেন মহরম কমিটিদের পাশে থেকে তাদের উৎসব সফল হওয়ার লক্ষ্যে সকল সুবিধা দিতে অঙ্গীকারবদ্ধ। সার্কেল ইন্সপেক্টর সাধন ব্যানার্জী জানান, -” শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য মহরম কমিটিকে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে”। সকল ধর্মাবলম্বী মানুষের পাশে থাকার লক্ষ্যে বারংবার এই সমন্বয় সভা করায় গলসি থানা ও ব্লক প্রশাসনের সুনাম অর্জন করেন সকলে। ৩৯টি মহরম কমিটির লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়ায় মহরম কমিটির কর্মকর্তারা গলসি থানার ওসির কৃতিত্বের কথা স্বীকার করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার দীপঙ্কর সরকার ও থানার মেজবাবু রতন দাস মহাশয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *