বর্ণাঢ্যভাবে দুদিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলো পূর্ব বর্ধমান জেলার অভিরামপুরের এনএস পলিটেকনিক কলেজে।
প্রত্যুষ চক্রবর্তী,
শনিবার সকালে এই উৎসবের সূচনা করেন সংস্থার সভাপতি মলয় পীট।
সারা বছর ধরে কলেজে পড়াশোনা এবং অন্যান্য বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে থাকে ছাত্রছাত্রীরা। তার মধ্যেই তাদের অপেক্ষা বাৎসরিক সংস্কৃতি অনুষ্ঠানের। প্রায় প্রতিটা কলেজেই এই ধারা বজায় আছে।
ছাত্র ছাত্রীদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও বহিরাগত শিল্পী অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব পালিত হচ্ছে।
এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
এদিনের এই অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গে প্রস্তাবিত হেলথ সিটি ও মেডিকেল কলেজ গড়ে তুলবার যে সংকল্প নেওয়া হয়েছে, তা খুব তাড়াতাড়ি শুরু করার জন্য পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। পাশাপাশি ত্রিপুরায় নলেজ সিটি গড়ে তুলবার কাজকেও ত্বরান্বিত করবার উদ্যোগের কথা ঘোষণা করা হয়।