শুভদীপ ঋজু মন্ডল,
সারাদেশ জুড়ে আজ পালিত হচ্ছে ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস। পিছিয়ে নেই জঙ্গলমহল। জঙ্গলমহলের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বাধীনতা দিবস। প্রতিটি জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সারেঙ্গা ব্লকের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হল। সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মন্ডল। এরপর বেদীর সামনে বীর বিপ্লবীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিভাবক অভিভাবিকা বৃন্দ এরপর ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা গন প্রভাত ফেরীতে অংশ নেন । ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে ফিরে আসার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ছাত্র-ছাত্রীরা স্বাধীনতা সংক্রান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করে। কবিতা আবৃতি, গান, নাচ প্রদর্শিত হয়। স্বাধীনতা দিবস সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ। সবশেষে ছাত্র-ছাত্রী সহ উপস্থিত সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা রাখা হয়েছিল।