দূষণহীন চার্জিং পণ্যবাহী গাড়ি, একদমে ছুটবে ১৬০ কিমি

Spread the love

ঐশিক সেন।

দুর্গাপুর : অন্য রাজ্যে চলাচল করলেও এ রাজ্যে প্রথম শুরু হলো ইলেকট্রিক হেভি ভেহিকেইলস বা ইলেকট্রিক পণ্য যান l গাড়িটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব শৈলীতে নির্মিত l মাল বহন ক্ষমতা পঞ্চান্ন টন l হাই ওয়ে তে পণ্য পরিবহনের ক্ষেত্রে ডিজেল বা পেট্রল পণ্য বাহী ট্রান্সপোর্ট বিকল্প হিসেবে ভারত স্টেজ সিক্স সম্পূর্ণ দূষন হীন এই মালবাহী গাড়িটির ট্রায়াল রান শুরু হলো দুর্গাপুর ড্রাই ডক বা দুর্গাপুর শুষ্ক বন্দর থেকে l পূর্ব ভারতের অন্যতম ড্রাই ডক তো বটেই এটি রাজ্যের একমাত্র শুষ্ক বন্দর l এই বন্দর থেকে দেশ বিদেশে পণ্য রপ্তানি হয়ে থাকে l

ভারী পণ্য বাহী এইইলেকট্রিক ট্রাকটি একশো শতাংশ চার্য হতে সময় লাগে মাত্র এক ঘন্টা ল

একবার গাড়িটি চার্জ করলে একশো ষাট কিলোমিটার পর্যন্ত গাড়িটি যেতে পারে l যেহেতু দেশে জুড়ে সর্বত্র চার্জিঙ পয়েন্ট লাগানোর ব্যবস্থা গড়ে উঠছে তাই এ ক্ষেত্রে দীর্ঘ পথের মাঝে কোথাও চার্য করার পয়েন্ট থাকবে l আর ভারী পণ্য নিয়ে এই পণ্য বাহী ট্রাকটি ডিজেলের পরিবর্তে একটি নির্দিষ্ট দূরত্বে মাল নিয়ে যাতায়াতের ক্ষেত্রে বছরে প্রায় বারো লক্ষ্য টাকা সাশ্রয় করবে l আর এই সব কেও ছাড়িয়ে যে বাণিজ্যিক বিষয় টি মূল ভাবে উঠে আসছে তা হলো রাজ্য বা আন্ত রাজ্য সড়ক পরিবহন ক্ষেত্রে ডিজেল বা পেট্রল গাড়ি র জন্য যে সড়ক পরিবহন পার্মিট ট্যাক্স দিতে হত এই ভারী পণ্যবাহী ইলেকট্রিক গাড়িটির ক্ষেত্রে কোনো পারমিট ট্যাক্স লাগবে না l এক কথায় পার্মিট ফ্রী গাড়ি হিসেবে এটি ইতিমধ্যেই গ্রহণ যোগ্য হয়ে উঠছে বাণিজ্যিক মহলে l দূষণ হীন গাড়িটির দাম প্রায় এক কুড়ি লক্ষ্য টাকা l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *