শিবু -পরিচালিত “শিল্পী” শর্টফিল্ম চেনা ছকের বাইরে মানুষের কাছে সামাজিক বার্তা দেবে

Spread the love

শিবু -পরিচালিত “শিল্পী” শর্টফিল্ম চেনা ছকের বাইরে মানুষের কাছে সামাজিক বার্তা দেবে

রাজকুমার দাস,

ঢাকের কাঠিতে ইতিমধ্যে বেজে উঠেছে আগমনী সুর।
।তার প্রাক্কালে পরিচালক শিবু তার নতুন শর্ট ফিল্ম “শিল্পী “-র শুটিং করতে ব্যস্ত।সম্প্রতি হাওড়া অঙ্কুরহাটি ও কলকাতার লোকেশনে শুটিং হয়েছে।

গল্পে থাকছে চমক,কোয়ার্ডজ এন টি টি প্রাইভেট লিমিটেড এর উপস্থাপনায় ছবিটি জুড়ে এক মৃৎ শিল্পীর জীবনের গল্প তুলে ধরা হয়েছে।পরিচালক শিবু র এই সুচারু ছবিতে অভিনয় করেছেন তিতলী পালোধী দাশগুপ্ত,তন্ময় রায়,শ্রী ভদ্র,দিবাস মন্ডল, সুপ্রদীপ দাশগুপ্ত, সঞ্জয় সিংহ,,তপন রায় চৌধুরী, প্রশান্ত দাশগুপ্ত, প্রমুখরা। ছবিটি দেশ বিদেশে র ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে।

এখন শুধুই অপেক্ষা ছবির দর্শকরা কতটা এই ছবিটি দেখে আপন করে।

শিল্পী র জীবনের চড়াই উৎরাই কে নিয়ে এগিয়ে চলার ঘনঘটা এই ছবি জুড়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে পরিচালক।যা আগামীর কাছে এক বার্তাবহ দলিল হয়ে থাকবে তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *