মহেশতলা গোপালপুর অগ্রগামী সংঘের মাঠে বসেছিল চাঁদের হাট

Spread the love

মহালয়া র সন্ধ্যায় মহেশতলার গোপালপুর অগ্ৰগামী সংঘের মাঠে পাথেয় সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা (১৪৩০) প্রকাশ অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রেমাঞ্জন দাশগুপ্ত , বর্ষীয়ান কবি অনন্ত দাশ, বিশিষ্ট চিকিৎসক অশোক ঘোষ মহাশয়, এই পত্রিকার চেয়ারপারসন ডক্টর মুকুল মন্ডল, শিক্ষা রত্ন সম্মান প্রাপ্ত পল্লব দত্ত , বর্ষীয়ান শিক্ষক রূপলাল কুন্ডু,সাংবাদিক অমর নস্কর,সামসেল আলী, সুখরঞ্জন মন্ডল ওঅন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে র নান্দীমুখে স্মৃতির সরণি বেয়ে -১৯৯৯সালের ‘পাথেয়’র পথচলা শুরু হয়েছিল এই ক্লাবে গুটিকতক সাহিত্য ও সংস্কৃতি মানুষের আন্তরিক উৎসাহে জানান বর্তমান যুগ্ম সম্পাদক ও পেশায় শিক্ষক গিরিধারী চক্রবর্তী। দুর্গা মূর্তি ও মানপত্র দিয়ে সম্মাননা প্রদান করা হয় পাথেয় পত্রিকার বর্তমান সভাপতি ও পেশায় চিত্রকর শ্রী লক্ষ্মীকান্ত দাশ ও শিশু সাহিত্যিক শ্রী বিমল চন্দ্র নস্কর মহাশয়কে। শিল্পী রূপাতন নস্কর দুই অতিথিকে নিজের আঁকা ছবি উপহার দিয়েছেন।যুগ্ম সম্পাদক শ্রীঅনিল চন্দ্র মন্ডল তার বক্তব্যে এই পত্রিকার প্রকাশে যারা লিখেছেন ও প্রকাশে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে র দ্বিতীয় পর্বে ছিল শিল্পী সঞ্জয় দাসের গান ওঅগ্ৰগামী সংঘের কলাকুশলীদের গান, নৃত্যানুষ্ঠান।সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতিকার ধ্রুবজ্যোতি মন্ডল ও শিক্ষানুরাগী প্রদীপ কুমার মন্ডল। বিভিন্ন ভাবে অনুষ্ঠানে সহযোগিতা য় ছিলেন শ্রীমতী রীণা নস্কর, দেবারতি কুন্ডু,তাপস নস্কর,আকাশ গায়েন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *