আমিরুল ইসলাম,
মঙ্গলকোটের পালিশ গ্রামে দুর্গাপুজো উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ কসমো পলিটন ক্লাবের উদ্যোগে, উপস্থিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আই সি।
১১২ বছর ধরে মঙ্গলকোর্টের পালিশগ্রামে কসম পলিটন ক্লাবের উদ্যোগে হয়ে আসছে দুর্গাপুজো।
প্রতিবছর নানান সমাজসেবামূলক কাজ করে থাকে এই ক্লাব।
শনিবার বিকেলে তারা এলাকার আড়াইশো জন দুস্থ গরিব মানুষকে তুলে দেন নতুন বস্ত্র।
উপস্থিত ছিলেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি শিমুলিয়া ২ নম্বর অঞ্চলের প্রধান শ্রাবণী সাহা ও বিশিষ্ট সমাজসেবী মোজাম্মেল হক।
ক্লাবের সভাপতি সরোজ কুমার রায় জানান যে, সারা বছর আমাদের ক্লাব সাধারণ মানুষের পাশে থাকেন।
।