ফিলিস্তিনের মজলুম মানুষের স্বার্থে সকলকে সোচ্চার হতে হবে: কামরুজ্জামান
নিজস্ব প্রতিনিধি, শাসন: ফিলিস্তিনের মজলুম মানুষের স্বার্থে আগামী ২ নভেম্বর কলকাতায় বিভিন্ন গণ সংগঠনের ডাকে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই সভাকে সফল করতে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বারাসাত দুই ব্লকের শাসনের আমিনপুর বাজার ও খামারপাড়া বাজারে এক পথ সভা হয়। এই সভা থেকে বিভিন্ন বক্তারা অবৈধ ইজরায়েলের বর্বর আক্রমণের বিরুদ্ধে গর্জে ওঠেন।
এদিনের সভা থেকে কামরুজ্জামান বলেন, ফুলের মতো নিষ্পাপ শিশুদেরকে ফিলিস্তিনে হত্যা করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখের। ইজরায়েল ও আমেরিকার এই ওদ্ধত্যের তীব্র নিন্দা জানান। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েলের পক্ষে সহমত পোষণ করছেন তার নিন্দা জানান। ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব ভেবে আগামী ২ নভেম্বর কলকাতায় সমাবেশে যোগ দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান।
এই সভায় বক্তব্য রাখেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য নেতৃত্ব আইনজীবী আব্দুল হানান্ন, নাজমুল আরেফিন, মাহমুদুল হাসান, মাওলানা আমিনুল আম্বিয়া, মাওলানা আবদুল্লাহ আমিনী, মাওলানা রুহুল আমিন, ডা: মনিরুল ইসলাম, শিক্ষক হাসানুজ্জামান, হাফেজ নাজমুল ইসলাম, পীরজাদা জাফর সিদ্দিকী প্রমুখ। সমগ্র সভা পরিচালনা করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন জিএস মুহাম্মদ আলামীন।