লাখুরিয়ায় তৃনমূলের প্রতিবাদ মিছিল

Spread the love


১০০ দিনের কাজের পাওনা টাকার দাবিতে প্রতিবাদ মিছিল লাখুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লাকুরিয়া গ্রামে, শনিবার চারটের সময়

১০০ দিনের কাজের পাওনা টাকার দাবিতে প্রতিবাদ মিছিল লাকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।

এই মিছিলে পা মিলান মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য, লাখুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মফিজুল শেখ , মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির ভূমি দপ্তরের কর্মদক্ষ রমেশ ঘোষ, গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাতেমা বিবি ও উপপ্রধান জ্যোৎসনা মাঝি, পঞ্চায়েত সদস্য মিঠুন শেখ ।

ব্লক সভাপতি জানান যে, ১০০ দিনের কাজের দাবিতে যে মিছিল তাতে এলাকার মানুষের ব্যাপক সাড়া পেয়েছি আমরা। এই মিছিলটি গোটা লাখুরিয়া গ্রাম পরিদর্শন করে সাধারণ মানুষ ব্যাপকভাবে সারা দিয়েছে আমাদেরকে। পরে একটি বিজয়া সম্মিলনী হয় লাকুরিয়া রথতলা এলাকায়। দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে কেটেছে তাই সকলকে শুভেচ্ছা জানালাম।

মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *