বলগনা পঞ্চায়েত অফিসে রহস্যময় চুরি?

Spread the love

সেখ রাজু,

দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা গ্রাম পঞ্চায়েতে । এদিন দ্বিতল বিশিষ্ট পঞ্চায়েতের নিচে তলার তালা ভাঙ্গার পর ওপরের ঘর গুলির তালা ভেঙে পরপর নয়টি আলমারিতে চুরি । পঞ্চায়েতের কর্মী প্রদ্যুৎ সাতরা পঞ্চায়েত খুলতে এসে তিনি দেখেন তালা ভাঙ্গা । তড়িঘড়ি তিনি প্রধানের সঙ্গে যোগাযোগ করেন । প্রধান ঘটনাস্থলে এসে সমস্ত পরিস্থিতি বিচার করে ভাতার থানাকে সবিস্তার এই বিষয়ে জানান । উল্লেখ্য গত শুক্রবার বলগোনা পঞ্চায়েতের বার্ষিক অডিট এর কাজ সম্পন্ন হয়েছে । তারপরেই এই চুরির ঘটনায় সন্দেহের তীর নথিপত্র দিকেই যায় । সমগ্র পঞ্চায়েতটি সিসিটিভি ক্যামেরায় ঢাকা থাকলেও সিসিটিভির হার্ডডিস্ক টি চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা । সমগ্র বিষয় নিয়ে ভাতার থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।

বলগোনা পঞ্চায়েতের কৃষি সঞ্চালক তিনি দাবী রাখেন আজ যে চুরি হয়েছে তারা চোর নয় । তারা সেয়ানা চোর । ইচ্ছাকৃতভাবে ফাইলপত্র চুরি করার জন্যই তাদের এই পঞ্চায়েত অভিযান পাশাপাশি তাদের চুরির ছবি যাতে কেউ দেখতে না পায়। তাই হার্ডডিক্সটি চুরি করে নিয়ে গেছে ।

এই দাবির উপর ভিত্তি করে বিরোধীদের মধ্যে চাঞ্চল্য ফুটে উঠেছে । ভাতারের বিজেপি ও বাম সমর্থকদের দাবি বর্তমানে বলগোনা গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে তৃণমূল সরকার । তাহলে ফাইলপত্র লোপাট করার জন্য সাধারণ মানুষ বা অন্যান্যদের কিসের প্রয়োজন । নিশ্চয়ই কিছু না কিছু কারচুপি ছিল । তাই নিজেরাই এই কাণ্ড ঘটিয়ে জনসম্মুখে অন্য বার্তা নিয়ে আসছে ।

বিজেপি যুবমোর্চার বর্ধমান বিভাগের কনভেনার সৌমেন কার্ফা জানান, পঞ্চায়েতের দুর্নীতির প্রমাণ লোপাট করার জন্যই এই চুরি । চোর যদি সাধারণ চোর হত তাহলে আসবাবপত্রসহ অন্যান্য অর্থ মূল্য জিনিস চুরি করত । কিন্তু সে নথিপত্র চুরি করল কেন প্রশ্ন তো থেকে যায় ।

সি পি আই এম ভাতাড় 1নম্বর এরিয়া কমিটির সদস্য কবিরুল ইসলাম জানান, কাগজপত্র হার্ডডিস্ক চুরি করে চোরের কি লাভ । নিজেদের দুর্নীতি ঢাকতে নিজেরাই হয়তো লোক দিয়ে এসব কাজ করিয়েছে । বলগোনা গ্রাম পঞ্চায়েতের যে অডিট হয়েছে সে অডিটের অনিয়ম ঢাকতেই এই চুরি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *