মনীষী চর্চা কেন্দ্রের বস্ত্রবিলি

Spread the love

ধীরে ধীরে সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ছে। ছায়া দীর্ঘায়িত হচ্ছে। একটু একটু করে শীতের পরশ সমস্ত অঙ্গ জুড়ে অনুভূত হচ্ছে। পৌষের প্রথম দিনের এমনি এক অপরাহ্ণে আমরা মনীষী চর্চা কেন্দ্রের সদস্য সদস্যারা উপস্থিত হয়েছিলাম নবকৃষ্ণ পাল আদর্শ শিক্ষায়তন সংলগ্ন নিউল্যান্ড সোসাইটি সংঘে। উদ্দেশ্য কতিপয় দুস্থ মানুষের কাছে শীতবস্ত্র (কম্বল) পৌঁছে দেওয়া। মাত্র সাতান্ন জন মানুষের কাছে আমরা এই সাহায্য পৌঁছে দিতে পেরেছি। ইচ্ছে ছিল আরও কিছু মানুষের কাছে পৌঁছনোর কিন্তু ক্ষমতা আর অভীপ্সা সেখানে সমতা বিধান করতে পারে নি। আপাতত তাই এখানেই থামাতে হল। আজকে এই সভায় অনেক গুণীজন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলিকাতা জেলা পরিদর্শক অফিসের অন্তর্গত ১৭ নং সার্কেলের সাব ইন্সপেক্টর শ্রদ্ধেয় শ্রী সমীররঞ্জন মজুমদার। তিনি মনীষী চর্চা কেন্দ্রের সামগ্রিক কাজকর্মে প্রীত হয়ে আমাদের সদস্যপদ গ্রহণ করেন। উনাকে অনেক অনেক ধন্যবাদ। উপস্থিত ছিলেন নিউল্যান্ড সোসাইটির সম্পাদক শ্রী মিঠু গুহ সরকার যার অকৃপণ সাহায্য ছাড়া এই কাজটি আমরা সুসম্পন্ন করতে পারতাম না। তাঁকে এবং ক্লাবের সমস্ত সদস্যদের মনীষী চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
ধীরে ধীরে শীতলতা বাড়ছে। দুস্থ মানুষেরা অনেকেই ট্রেনের যাত্রী। কাজেই সাড়ে চারটের মধ্যেই এই কার্যক্রম শেষ করতে হয়। মনের আরশিতে কম্বল হাতে মানুষগুলোর উজ্জ্বল মুখ ভাসতে থাকে। কত সামান্যতেই ওরা তৃপ্ত। শুধু মনে হয় ওই টুকুই আমাদের প্রাপ্তি, আমরা যেন এমনি করে ওদের পাশে থাকতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *