রামপুরহাট মহকুমা রজক সমিতির তৃণমূলে যোগদান
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- অন্যান্য সম্প্রদায়ের ন্যায় রজক সম্প্রদায়ের মিলিত প্রয়াসে ২০২১ সালে গঠিত হয় রামপুরহাট মহকুমা রজক সমিতি। এতদিন যাবত তারা অরাজনৈতিক ভাবে সংগঠিত হয়ে রজক সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে এবং আপদে বিপদে পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছিলেন।কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে আজ বৃহস্পতিবার সংগঠনটি তৃনমূল কংগ্রেসে যোগদান করে বলে তৃনমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য।রামপুরহাট মহকুমা রজক সমিতির লোকজন এদিন মিছিল সহকরে রামপুরহাট তৃণমূলের দলীয় কার্যালয়ে আসেন।জানা যায় যে, রামপুরহাট শহরের ৭৯ জন রজক সমিতির সদস্য সহ তাদের পরিবার পরিজন বর্গ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃনমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ড. আশীষ ব্যানার্জী।এছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি,শহর তৃণমূল যুব সভাপতি ওয়াসিম আলী ভিক্টর,ভাইস চেয়ারম্যান সুব্রত মহারা সহ রামপুরহাট পৌরসভার কাউন্সিলরগণ।রামপুরহাট রজক সমিতির পক্ষে ছিলেন সংগঠনের সভাপতি কাজল রজক, সম্পাদক গৌতম রজক, সহসম্পাদক গোপাল রজক, কোষাধ্যক্ষ অশোক রজক প্রমুখ পদাধিকারী সহ অন্যান্য সদস্যরা।