দুঃস্থ রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবির
সেখ সামসুদ্দিন, ৩০ ডিসেম্বরঃ মেমারি অভিযান সংঘ ক্লাবের উদ্যোগে থ্যালাসেমিয়া সহ অসহায় রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবির করা হয়। ক্লাব প্রাঙ্গনে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলার তাপস কুমার পাঁজা, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য চ্যাটার্জী, ডাঃ অপরাজিতা চ্যাটার্জী, জেলা পরিষদ বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। অতিথিবৃন্দ রক্তদাতাদের উৎসাহিত করতে যেমন বক্তব্য রাখেন তেমনি রক্তদান শিবিরের আয়োজকদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন এই ধরনের মহতি উদ্যোগ নেয়ার জন্য। একইসঙ্গে পরিবেশকে বাঁচাতে প্লাস্টিক বর্জনের আহ্বান জানান চেয়ারম্যান।