পিকনিকের মরসুমে দুর্ঘটনা এড়াতে সতর্কবার্তা হিসেবে মাইকিং খয়রাসোল পুলিশের

Spread the love

পিকনিকের মরসুমে দুর্ঘটনা এড়াতে সতর্কবার্তা হিসেবে মাইকিং খয়রাসোল পুলিশের

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:-
আজ ১লা জানুয়ারী ইংরাজী নববর্ষ।জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি খয়রাসোল থানা এলাকায় ও রয়েছে পিকনিক স্পট।বিশেষ করে আজকের দিনে ছড়িয়ে ছিটিয়ে বহু এলাকায় তথা নদী,কাঁদর,চেকড্যাম্প,জঙ্গল সর্বত্র মানুষের ঢল নামে পিকনিক করার জন্য।আর এই পিকনিকের দিনেই ঘটে বহু অঘটন।তাই সেই সমস্ত কথার আগাম সতর্কবার্তা হিসেবে খয়রাসোল থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয় বিভিন্ন পিকনিক স্পট গুলি ঘুরে ঘুরে।
বিশেষ করে অজয় নদের তীরে যে সমস্ত লোকজন পিকনিক করতে যান তাদের উদ্যেশ্য করেই এই সতর্ক করা হয়।উল্লেখ্য সম্প্রতি ছটপুজোয় অজয় নদীতে স্নান করতে নেমে সলিল সমাধি ঘটে পশ্চিম বর্ধমান জেলার উখড়ার এক তরুণ স্কুল পড়ুয়ার।সেই ঘা প্রশাসন সহ জনমানসে এখনো দগদগে। এদিনের সতর্কবার্তায় মাইকিং সংযোগে প্রচার করা হয় যে, কেউ অজয়ের জলে নেমে স্নান করবেন না,ডি জে বক্স বাজাবেন না, বিকেল পাঁচটার মধ্যে পিকনিক সেরে নিজ নিজ বাড়ীর উদ্যেশ্যে রওনা দেবেন।বিশেষ উল্লেখ্য অতীতে পিকনিক স্পট থেকে দেরীতে বাড়ি ফেরা,নদীতে স্নান করা ইত্যাদি বিষয়ে পূর্ব অভিজ্ঞতার নিরীখে খয়রাসোল থানা পুলিশের এরূপ উদ্যোগ বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *