পড়ুয়া সপ্তাহ পালন সুখরঞ্জন বিদ্যামন্দির ( অনুৃোদিত) অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বেহালা চক্র। 

Spread the love

পড়ুয়া সপ্তাহ পালন সুখরঞ্জন বিদ্যামন্দির ( অনুৃোদিত) অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বেহালা চক্র। 

সম্প্রীতি মোল্লা, 

২ রা জানুয়ারি প্রথম দিন – এই বছর এই দিনটি সবাই মিলে অর্থাৎ শিক্ষক – পড়ুয়ারা সাধ্যমতো উদযাপন করার চেষ্টা করে থাকে ।  বিদ্যালয়ে বছরের প্রথম দিন সবাই কে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু,করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  মহাশয়। এই দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী  শ্রদ্ধেয় শ্রী কাজী কামাল নাসের মহাশয়। ছাত্র ছাত্রী ও সকলের উদ্দেশ্যে ওনার সুচিন্তিত বক্তব্য রাখেন। তিনি নিজের রচিত ও নিজের দেওয়া সুরে অনেক গুলি  মজার গান করেন, গান গুলি ছাত্র ছাত্রী দের খুবই ভালো লাগে। তারপর উনি নিজের হাতে কিছু ছাত্র ছাত্রী দের হাতে নতুন বই তুলে দেন। এর পর শিক্ষক শিক্ষিকারা বাকী দের হাতে নতুন পাঠ্য বই ও মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রেরিত শুভেচ্ছাপত্র তুলে,দেওয়া হয়। খুব সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি অতিবাহিত হয়। মাননীয় অতিথি সকল ছাত্র ছাত্রী দের আশীর্বাদ করেন তারা যেন লেখাপড়া শিখে অনেক বড় হয়।

৩রা,জানুয়ারি,  দ্বিতীয় দিন -:

সকালে রীতি মেনে প্রতি দিনের মতো প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে ২য় দিন ছাত্র সপ্তাহ ২০২৪ শুরু হয়। এই দিন সপ্তদশ,চক্রের মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী সমীর মজুমদার মহাশয়,   বিদ্যালয়ে  উপস্থিত হয়েছিলেন। ওনার গৌরবময় উপস্থিতি এই দিনটি অনুষ্ঠানে আলাদা মাত্রা পেয়েছিল। ওনার মুল্যবান বক্তব্য ছাত্র ছাত্রী,  শিক্ষক শিক্ষিকা, অবিভাবকের মোহিত করে দেয়। ওনার গৌরবময় উপস্থিতিতে আজ বিদ্যালয়ে নতুন শিশু সংসদ গঠন করা হয়, ছাত্র ছাত্রী দের গ্রাজুয়েশন শংসাপত্র প্রদান করা হয়,  মাতা কমিটির সভা অনুষ্ঠিত হয়।  বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে ধন্যবাদ জানানো হয়। ছাত্র ছাত্রীরা ভীষণ খুশী প্রকাশ করে ও ওনার আশীর্বাদ প্রার্থনা করে। তিনি সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের অনুরোধ করেন যাতে আগামীদিন বিদ্যালয়ের আরো উন্নতি হয় ছাত্র সংখ্যা বৃদ্ধি পায়। বৈচিত্র্যময় অনুষ্ঠান শেষে সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়ে ২য় দিন শেষ হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *