খায়রুল আনাম,
বীরভূম : বাড়ির কাছের ফল বাগানে মাটি কোপানোর কাজ করার সময় কয়েকজন শ্রমিক একটি ময়াল সাপ দেখতে পান। আর তা নিয়ে আতঙ্কও ছড়ায়। ঘটনাটি ঘটেছে সিউড়ীর বড়গ্রামে। খবর পেয়ে সেখানে চলে আসেন বন দপ্তরের লোকজন ও সর্প বিশারদ দীনবন্ধু বিশ্বাস। মানুষের হৈচৈ শুরু হতেই ময়াল সাপটি একটি গাছের নীচের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। সেখানকার একটি কুলগাছের ঝোপ থেকে উদ্ধার করা হয় সাত কেজি ওজনের সাত ফুটের ময়াল সাপটি। স্ত্রী জাতের ময়ালটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর জানিয়েছে।