স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন বীরভূমের হজরতপুর প্রাথমিক বিদ্যালয়ে

Spread the love

স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন বীরভূমের হজরতপুর প্রাথমিক বিদ্যালয়ে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর ২নম্বর প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ।উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে বলেন যে,ছাত্রছাত্রীরা বর্তমানে সরকারি থেকে বেসরকারি বিদ্যালয়মুখীর প্রতি প্রবনতা বেশি।পড়ুয়ারা যদি ছবির মাধ্যমে ,খেলার ছলে ইত্যাদি পদ্ধতি সহকারে পড়াশোনা করে সেক্ষেত্রে তাদের মনোযোগ বাড়বে, পাশাপাশি ছবি দেখে পড়াশোনায় বুঝতেও সুবিধা হবে।পাঠদান তাদের কাছে আনন্দদায়ক হয়ে উঠলে বিদ্যালয়ে পড়ুয়াদের উপস্থিতির হারও বাড়বে।সেই চিন্তাভাবনা থেকেই রাজ্য সরকারের এ এক প্রয়াস। পড়ুয়াদের পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে ও স্কুলমুখী করতেই মূলত স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন বলে স্কুল সূত্রে জানা যায়।স্মার্ট ক্লাস উদ্ভোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল দক্ষিন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম,এস বি ইকবাল আলম শিক্ষাবন্ধু বিশ্বজিৎ দে,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধন পান,শিক্ষক কাজল ধাওড়ে, দেবাশীষ সেন,প্রাক্তন প্রধান শিক্ষক স্বাধীন কুমার দত্ত,শ্যামাপদ দাস,বিমলাংশু শেখর চক্রবর্তী, হারাধন ঘোষ,হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্পিতা ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *