কাজল মিত্র :- পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত তিন দিনের দশম বার্ষিক রূপনারায়ণপুর উৎসবের শুভ সূচনা হল ইয়ুথ ক্লাব প্রাঙ্গনে । তিনদিন ব্যাপী এই উৎসবের সূচনা করেন বিশিষ্ট সাংবাদিক সুজিত রায়। এদিন অনুষ্ঠানের শুরুতে বাচ্চা দের দ্বারা সুন্দর নৃত্য এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।তিনদিন ব্যাপী এই
রূপনারায়ণপুর উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের
পাশাপাশি প্রথম দিনে অনুষ্ঠানের মধ্যে বিশিষ্ট সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্যের সাংবাদিকতা জীবনের পঞ্চাশ বছর এর কর্মকান্ড তুলে ধরা হয়।এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান
জেলার একাধিক সাংবাদিক সহ সমাজ ও প্রশাসনের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
বিশেষভাবে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সংবাদ বিষয়ক গ্রন্থের প্রণেতা সুজিত রায়, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সভাপতি তথা
রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়,সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস, রূপনারায়ণপুর ফাঁড়ির ওসি মইনুল হক, সমাজকর্মী জয়দীপ মুখোপাধ্যায়, এক্সপ্রেস নিউজ এর প্রধান মদন সিং ছাড়াও অনেকে ।
পিস ওয়েলফেয়ার
অর্গানাইজেশর সভাপতি শুভদীপ সেন এর মুখ দিয়ে বিশ্বদেব ভট্টাচার্যের সাংবাদিকতা জীবনের পঞ্চাশ বছর এর কর্মকান্ড তুলে ধরা হয় ।যেখানে বলা হয় বিশ্বদেব ভট্টাচার্যের সাংবাদিকতা ১৯৭৩ সাল থেকে সাংবাদিক জীবনের শুরু এবং আজ ৫০ বছরে তার পৌঁছে যাওয়ার কথা ।একই সাথে উপস্থিত অন্যান্য সাংবাদিক ,প্রশাসন সকলেই বিশ্বদেব ভট্টাচার্যের সাংবাদিক জীবনের কথাও বিস্তৃতভাবে তুলে ধরা হয়।একই সাথে এই মঞ্চে রূপনারায়ণপুর ওসি মইনুল হক, রূপনারায়ণপুরের সমাজসেবী দেবদাস চ্যাটার্জী, সালানপুর প্রেসক্লাব সহ বহু ব্যক্তি ও সংস্থা সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশ্বদেব বাবুকে। বিশ্বদেব বাবু বলেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন তিনি সাংবাদিকতার জন্য কলম ধরতে পারেন এবং সেই কলম যেন অর্থ বা অন্য কোন প্ররোচনায় বিক্রি না হয়ে যায়।
এই তিনদিনের অনুষ্ঠানের প্রাঙ্গনে বিভিন্ন স্টল বসানো হয় যেখানে খাবার দোকান , কাপড়ের দোকান , হস্ত শিল্প নিয়ে বহু স্টল রয়েছে ।