বোমা বহন করতে গিয়ে বিষ্ফোরণে আহত দুই যুবক
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বীরভূম জেলার নলহাটি থানা এলাকার সরদা গ্রামের পেট্রোল পাম্পের কাছে স্কুটিতে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিষ্ফোরণ ঘটে।যার জেরে স্কুটিতে থাকা দুই যুবক রক্তাক্ত অবস্থায় জখম হয়ে পড়ে।আহতদের পরিচয় সূত্রে জানা যায় একজনের নাম রাহুল সেখ এবং অপর যুবকের নাম রকি সেখ। তাদের মধ্যে একজনের বাড়ি রামপুরহাট এর বরপাখুরিয়া এবং অন্যজনের বাড়ি মারগ্রামে। ঘটনাটি ঘটেছে রবিবার বীরভূমের নলহাটি থানার সরদা গ্রামের পেট্রোল পাম্পের কাছে। এদিন দুপুরে এলাকার মানুষ আচমকা বোম বিষ্ফোরণ এর শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে।প্রত্যক্ষদর্শীরা এসে দেখে যে দুই জন যুবক রক্তাক্ত অবস্থায় জখম হয়ে পড়ে রয়েছে।স্থানীয় লোকজন পুলিশের কাছে খবর দেন।খবর পেয়ে পাশাপাশি দুই থানা যথাক্রমে নলহাটি ও মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের উদ্ধার করে।কি উদ্দেশ্য বোম নিয়ে যাচ্ছিল তদন্ত শুরু করেছেন পুলিশ।যদিও একটি সূত্র মারফত জানা যায় জখম দুই যুবক ড্রাগের নেশায় আসক্ত। বেশ কয়েকদিন যাবৎ বোমা নিয়ে ঘোরাঘুরি করছিল। মোবাইল সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের সাথে ঝামেলার জেরে বা তাদের উপর আক্রমণ চালানোর লক্ষ্যেই সম্ভবত বোমা নিয়ে স্কুটিতে যাচ্ছিল বলে অনেকের ধারণা।