সোদপুরের গুরুনানক কলেজে নতুন ক্যাফে শুভ সূচনা।
শীতের মৌরসুমে উওর ২৪ পরগনা সোদপুরে JIS Gurp জে,আই,এস গ্রুপের গুরু নানক কলেজে একটি কফি ক্যাপের শুভ উদ্বোধন হয়।এই ক্যাফেতে শুধুমাত্র চা,কফি,মকটেল,কোলড্রিঙ্কস দেখা মিলে।পাশাপাশি এই ক্যাফে তে ফাস্টফুড খাবার ন্যায্য মূল্যে পাওয়া যাবে।ক্যাফে উন্মোচনএই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার আসিষ মরিয়া ডিসিপি অফিস ব্যারাকপুর পুলিশ কমিশনারেট,অভিনুর হোসেন ডিসিপি ব্যারাকপুর,খড়দার আইসি রাজকুমার সরর্দার ও ব্যারাকপুর এসডিও সৌরভ বাড়িক। উত্তর ২৪ পরগনা সোদপুর থেকে শুভ ঘোষের রিপোর্ট